কবি/সাহিত্যিকদের উপাধি বা ছদ্মনাম
কবি/সাহিত্যিকদের নাম |
উপাধি/ছদ্মনাম |
১।
সত্যেন্দনাথ দত্ত |
ছন্দের যাদুকর |
বনফুল |
|
৩। সমরেশ বসু |
কালকূট |
৪। সুধীন্দ্রনাথ দত্ত |
ক্লাসিক
কবি |
৫। সৈয়দ ইসমাইল হোসেন |
স্বপ্নাতুর |
৬। যতীন্দ্রনাথ বাগচী |
দুঃখবাদের
কবি |
৭। শেখ ফজলুল করিম |
সাহিত্য
বিশারদ, রত্নাকর |
৮। সমর সেন |
নাগরিক
কবি |
৯।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
অনিলা দেবী, অপরাজেয় কথাশিল্পী |
১০। রাজশেখর বসু |
পরশুরাম |
১১। মোজাম্মেল হক |
শান্তিপুরের
কবি |
১২। মীর মোশাররফ হোসেন |
গাজী
মিয়া |
১৩।
কালিপ্রসন্ন সিংহ |
হুতোম পেঁচা |
১৪।
প্যারীচাঁদ মিত্র |
টেঁকচাঁদ ঠাকুর |
১৫।
কাজেম আল কোরায়েশী |
কায়কোবাদ |
১৬।
অচিন্ত্যকুমার সেন গুপ্ত |
নীহারিকা দেবী |
১৭।
প্রমথ চৌধুরী |
বীরবল |
১৮।
আলাওল |
মহাকবি |
১৯।
বিনয় কৃষ্ণমজুমদার |
যাযাবর |
২০। মধুসূদন মজুমদার |
দৃষ্টিহীন |
২১। ড. মনিরুজ্জামান
|
হায়াৎ
মামুদ |
২২।
আব্দুল কাদীর |
ছান্দসিক কবি |
২৩। আব্দুল করিম |
সাহিত্য
বিশারদ |
২৪। অনন্ত বড়ু |
বড়ু চন্ডীদাস |
২৫। ড. মুহম্মদ শহীদুল্লাহ |
ভাষা
বিজ্ঞানী |
২৬।
বিহারীলাল চক্রবর্তী |
ভোরের পাখি |
২৭। ভারতচন্দ্র |
রায়
গুণাকর |
২৮। নুরন্নেসা খাতুন |
সাহিত্য
স্বরসতী, বিদ্যাবিনোদিনী |
২৯। জসীমউদ্দিন |
পল্লী
কবি |
৩০।
ফররুখ আহমেদ |
মুসলিম রেনেসাঁর কবি |
৩১।
বিদ্যাপতি |
পদাবলীর কবি |
৩২। মধুসূদন দত্ত |
মাইকেল |
৩৩। গোলাম মুস্তাফা |
কাব্য
সুধাকর |
৩৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
কমলাকান্ত,
সাহিত্য সম্রাট |
৩৫। কবিকঙ্কন |
মুকুন্দরাম |
৩৬। নজিবর রহমান |
সাহিত্যরত্ম |
৩৭।
মালাধর বসু |
গুণরাজ খান |
৩৮।
বিষ্ণু দে |
মার্কসবাদী কবি |
৩৯।
মুকুন্দ দাস |
চারণ কবি |
৪০। জীবনানন্দ দাস |
রুপসী
বাংলার কবি, তিমির
হননের কবি, পান্ডুলিপির
কবি |
৪১। হেমচন্দ্র |
বাংলার
মিল্টন |
৪২। ঈশ্বরচন্দ্র |
বিদ্যাসাগর |
৪৩। অহিদুর রেজা |
হাসন
রাজা |
৪৪। অন্নদাশংকর রায় |
লীলাময়
রায় |
৪৫। আবু নাইম মোহাম্মদ
শহীদুল্লাহ্ |
শহীদুল্লাহ
কায়সার |
৪৬। আবুল হোসেন মিয়া
|
আবুল
হাসান |
৪৭। আবুল ফজল |
শমসের
উল আজাদ |
৪৮। তারাশংকর বন্দোপাধ্যায় |
হাবু
শর্মা |
৪৯। মোহাম্মদ জহিরুল্লাহ |
জহির
রায়হান |
৫০। আব্দুল মান্নান সৈয়দ |
অশোক
সৈয়দ |
৫১। শমভ মিত্র |
প্রসাদ
দত্ত, শ্রী সঞ্জীব |
৫২। রবীন্দ্রনাথ ঠাকুর |
বিশ্বকবি,
কবিগুরু, ভানুসিংহ, নাইট |
৫৩। সুনীল গঙ্গোপাধ্যায় |
নীল
লোহিত |
৫৪। হরপ্রসাদ শাস্ত্রী |
মহামহোপাধ্যায় |
৫৫। সুভাষ মুখোপাধ্যায় |
পদাতিকের
কবি |
৫৬। শান্তিদেব |
ভুসুক
পা |
৫৭। সুকান্ত ভট্টাচার্য |
কিশোর
কবি |
৫৮। শেখ আজিজুর রহমান |
শওকত
ওসমান |
৫৯। রামনারায়ণ |
তর্করত্ন |
৬০। কামিনী রায় |
জনৈক
বঙ্গমহিলা |
৬১। শ্রীকর নন্দী |
কবিন্দ্র
পরমেশ্বর |
৬২। কাজী নজরুল ইসলাম |
বিদ্রোহী
কবি |
৬৩। বিমল ঘোষ |
মৌমাছি |
৬৪। মোহিত লাল মজুমদার |
সত্যসুন্দর
দাস |
৬৫। নীহাররঞ্জন গুপ্ত |
বানভট্ট |