Past Indefinite Tense
Structure: Subject + Verb এর Past Form + বাকি অংশ
উদাহরণঃ
He did the good work. Yasha broke the glass. They went to Dhaka.
She drew a beautiful picture. He drank the juice. She plucked flowers.
We worked hard yesterday. She walked there last week. Ayman ate the apple.
He left the house last year.
An article using Past Tense:
I dreamt a dream last night. It was very horrible. I became very afraid and wanted to drink water. Then I drank water and felt relaxed as it was just a dream. The next morning, I told my mother about the dream. My mother advised me not to watch horror movie during night.
এখানের সম্পূর্ণ ঘটনাটাই অতীতের তার জন্য সকল ক্রিয়াবাচক ইংরেজি শব্দগুলো অতীত নির্দেশ করছে। নিচে শব্দগুলো উল্লেখ করা হলো-
dream শব্দটির অর্থ ”স্বপ্ন”। ”স্বপ্ন” যেমন একটি নাম বুঝায় তাই dream একটি Noun.
Dream এর ক্রিয়াবাচক শব্দ verb = Dreamt এর অতীত, বর্তমান এবং পুরাঘটিত বর্তমান একই
[Important Information]:
১। Past Indefinite Tense এ বাংলাতে ছিল, ছিলাম, ছিলেন, ছিলে ইত্যাদি বসে।
কিন্তু English এ Past বুঝাতে Be Verb (was, were) বসে।
Was - ছিল, ছিলাম, ছিলেন ইত্যাদি বুঝাতে বসে (এক বচন)
Were - ছিল, ছিলাম, ছিলেন, ছিলে ইত্যাদি বুঝাতে বসে (বহু বচন)
You এর পর সবসময় were বসবে।
২। It is time, It is high time এরপর Past Indefinite Tense বসবে।
যেমনঃ
It is time you went.
It is high time you left the place.
৩। Yesterday, Ago, Last এ সকল adverb দ্বারা past indefinite বুঝায়।
৪। before এর পরে past indefinite হয়।
after এর আগে past indefinite হয়।
৫। Since এর আগে present হলে since এর পরের বাক্য past indefinite হয়।
Since এর আগে past indefinite হলে এর পরের বাক্য past perfect হবে।
Thanks